স্পোর্টস ডেস্ক
চলে গেলেন ‘দ্য টায়ারলেস ম্যানেজার‘ খ্যাত রুডি গুটেনডর্ফ। ফুটবলের জন্য যিনি ছিলেন একজন ক্লান্তিহীন কোচ। ফুটবল কোচিংয়ে তার অবিশ্বাস্য কাজের ইতিহাস অনেকেরই অজানা।
ইতিহাস সৃষ্টি করা জার্মান এই ফুটবল কোচ গুটেনডর্ফ ২০১৯ এ এসে ৯৩ বছর বয়সে জীবনযুদ্ধে হেরে গেলেন।
১৯২৬ সালে জার্মানির রাইন নদীর
তীরে কোবলেঞ্জ এ জন্মগ্রহণ করেন। নিজের শহরে নিউয়েনডর্ফে নিজের ফুটবল
ক্যারিয়ার শুরু করেন রুডি গুটেনডর্ফ। ১৯৪৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত
এই ক্লাবেই খেলেন তিনি।
এরপরই জুরিখের ক্লাব ব্লু স্টার জুরিখের
দায়িত্ব নেন। জাতীয় দলগুলোর মধ্যে চিলি, অস্ট্রেলিয়া, চীন, ভলিভিয়া,
ভেনেজুয়েলা থেকে অনেক দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে কোচের
দায়িত্ব থেকে অবসরে যান গুটেনডর্ফ।
তার কোচিং ক্যারিয়ার ঘাটলে দেখা যায়,
জার্মান এই ফুটবল কোচ সর্বাধিক ১৯টি দেশকে কোচিং করিয়েছেন। সঙ্গে ১৯৮৮ সালে
ইরান অলিম্পিক দল এবং ১৯৯২ সালে চীন অলিম্পিক দলকেও কোচিং করান । এছাড়া ৪৮
বছর ধরে জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে ৩২টি দেশের মোট ৫৫টি দলকে কোচিং
করিয়েছেন রুডি গুটেনডর্ফ।
এটাও সম্ভব ছিল তার জন্য। এতগুলো দলকে কোচিং করানোর চিন্তাও যেখানে কেউ করতে পারে না, সেখানে গুটেনডর্ফ সেটা করে দেখিয়েছেন।
আর এজন্যই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে শোভা পাচ্ছে ইতিহাস সৃষ্টি করা এই কোচের নাম।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়