নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট
উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের নিয়ে প্রস্তুতি
সভা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
বারিউল করিম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ এবারের
দুর্গাপূজার ৩৫টি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য
পরিষদের সভাপতি লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন
নানকা, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি
মাস্টার সলিল চন্দ্র দাস, বর্তমান সাধারণ সম্পাদক ভজন লাল দাস সহ
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কানাইঘাটে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতির
মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর, ধর্মীয় ভাব গম্ভীরের মাধ্যমে
শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। প্রশাসন সহ সবাই তাদের ধর্মীয় উৎসব
পালনে সহযোগিতা করে থাকেন। নেতৃবৃন্দ ৩৫টি পূজা মন্ডপে সরকার কর্তৃক অনুদান
আরো বাড়ানো এবং প্রতিটি মন্ডপে সৌর সোলার প্যানেল স্থাপন সহ বিভিন্ন
দাবী-দাওয়া তুলে ধরেন। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, প্রশাসনের
পক্ষ থেকে সব-ধরনের সহযোগিতা আপনাদের প্রদান করা হবে। কিন্তু পাশাপাশি
প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের গুরু দায়িত্ব পালন করতে
হবে। কোন দুষ্কৃতিকারী চক্র মন্ডপে যাতে করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা
সংঘটিত করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান
খাদিজা বেগম, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, সাতবাঁক ইউপি
চেয়ারম্যান আব্দুল মান্নান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক
সভাপতি দুর্গা কুমার দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম
উদ্দিন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র দাস,
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি শ্যামল চন্দ্র দাস প্রমুখ।
এদিকে কানাইঘাটে ৩৫টি মন্ডপে হবে
দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কানাইঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়
উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও
পৌরসভা মিলে মোট ৩৫টি মন্ডপে সার্বজনীন পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮
সেপ্টেম্বর মহালয়া ও ৪ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দেবীর পূজো
এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবীকে বিসর্জনের মাধ্যমে ঘটবে পূজোর
সমাপ্তি। তাই সনাতন ধর্মাবলম্বীদের বিরাজ করছে উৎসবের আমেজ। পূজোর কেনাকাটা
করতে ব্যস্ত রয়েছেন ছোট থেকে শুরু করে বড়রা। পূজা উদযাপন পরিষদের সাধারণ
সম্পাদক ভজন লাল দাস জানান, প্রতি বছরের মতো এ বছরও কানাইঘাটে ৩০টি
সার্বজনীন মন্ডপে দুর্গাপূজা ও ৫টি সার্বজনীন কালীমন্দিরে কালীপূজা অনুষ্ঠিত
হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যরে মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সবাইকে দেবীর
আরাধনার করার আহ্বান জানান তিনি।
এদিকে দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে
সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, প্রতিটি মন্ডপে পুলিশি
নিরাপত্তা জোরদার থাকবে। এছাড়াও পুলিশ সদস্যের পাশাপাশি থাকবে অন্যান্য
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এছাড়াও সার্বক্ষণিক থাকবে পুলিশি টহল।
কানাইঘাট নিউজ ডটকম/২৪ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়