স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
কম-বেশি সবাই থানকুনি পাতা সম্পর্কে জানেন নিশ্চয়! এই পাতার মধ্যে ওষুধের গুণাগুণ পরিপূর্ণ। যা বহু রোগ এক নিমেষেই সারিয়ে তোলে। এক কথায় থানকুনি এক অব্যর্থ ভেষজ।
এই থানকুনিই ঘরোয়া পথ্য হিসেবে ব্যবহৃত
হয়ে থাকে। দৈনন্দিন জীবনের একাধিক সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে
থানকুনি পাতা। চলুন তবে এর গুণাগুণ সম্পর্কে জেনে নেয়া যাক-
১. মুখে ঘা বা যেকোনো ধরনের ভিটামিনের অভাবে ঘা জাতীয় সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় থানকুনি পাতার রস খেলে ৷
২. ঠান্ডা লেগে যদি সর্দি বা কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে থানকুনি পাতার রস খেলে সর্দিকাশির উপশম হয়।
৩. আমাশয় ভালো করতে থানকুনি পাতার জুড়ি নেই।
৪. এছাড়াও থানকুনির সঙ্গে কাঁচকলা, পেঁপে
দিয়ে পাতলা ঝোল প্রতিদিন খেলে পেট পরিষ্কার থাকে ও লিভার বা যকৃতের সমস্যা
থেকে মুক্তি পাওয়া যায়।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়