কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম
বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হবে আগামীকাল সোমবার রাত ১২টায়। এ আবেদন
প্রক্রিয়া ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয়
ভর্তি কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, এখন পর্যন্ত আমরা
সর্বমোট ভর্তি আবেদন পেয়েছি প্রায় ৪৪ হাজার ৫০০। নির্ধারিত সময়ের মধ্যে
আবেদনকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়ালে আবেদনের সময়বৃদ্ধির সম্ভাবনা কম। তবে এ
ব্যাপারে ৩০ সেপ্টেম্বর বিকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত
সিদ্ধান্ত নেয়া হবে।
বিজ্ঞপ্তিসূত্রে, কুবিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হয়। প্রতি ইউনিটে আবেদন ফি ৫৫০ টাকা।
৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকাল ৩টা ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
‘এ’ ইউনিট সংশ্লিষ্ট বিভাগগুলো হলো- গণিত, পদার্থ বিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, ফার্মেসি, সিএসই ও আইসিটি।
‘বি’ ইউনিট সংশ্লিষ্ট বিভাগগুলো হলো- ইংরেজি, বাংলা, প্রত্নতত্ত্ব,
অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন।
‘সি’ ইউনিট সংশ্লিষ্ট বিভাগগুলো হলো- ব্যবস্থাপনা শিক্ষা, অ্যাকাউন্টিং
অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং।
ভর্তি আবেদন সংশ্লিষ্ট আরো তথ্য রয়েছে কুবি ওয়েবসাইটে (https://www.cou.ac.bd)।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়