Thursday, September 19

দুবাইয়ে নিহত কানাইঘাটের আলতাফের লাশ দেশে আসছে শনিবার

নিজস্ব প্রতিবেদক:
দুবাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের মৃত তরিকত উল্লাহর ছেলে আলতাফ উদ্দিন (৪৫)এর লাশ শনিবার(২১সেপ্টেম্বর) দেশে আসছে।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে আলতাফের লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে পরে তার গ্রামের বাড়ি পাত্রমাটি নিয়ে যাওয়া হবে । শনিবার আছরের নামাজের পর পাত্রমাটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের সার্জা এলাকায়   রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়।

কানাইঘাট নিউজ ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়