Saturday, September 21

কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে 'মিড ডে মিল' চালু

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য  'মিড ডে মিল' চালু করা হয়েছে।  

এ উপলক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে শনিবার বিকেল ২টায় স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী সিনিয়র শিক্ষক মতিউর রহমানের পরিচালনায়'মিড ডে মিল' পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. তাজিম উদ্দিন। 

'মিড ডে মিল'-এর উদ্বোধন করেন, দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আলী হোসেন কাজল। 

বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন, কুটি রাজা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডাঃ কিরেন্দ্র রায়, সড়কের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হক চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুন নুর, স্কুলের অভিভাবক মুসলিম উদ্দিন, আব্দুল আহাদ, মোবারক হোসেন, নাসিমা আক্তার, জমিলা আক্তার, লিটন চন্দ্র পাল, আনোয়ার হোসেন, লিটন প্রামানিক, আমিনুল হোসেন, শিমুল আহমদ, রতন ভট্টাচার্য, মঈনুল হক, জুনায়িদ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এম. তাজিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে শিক্ষার বিপ্লব সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের বছরের প্রথম দিকে পাঠ্যবই প্রদান, উপবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের দুপুরের খাবার 'মিড ডে মিল' চালু করেছেন। 

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের 'মিড ডে মিল' পরিবেশনের সূচনা করে শিক্ষার্থীদের দুপুরের খাবার অব্যাহত রাখতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।   

কানাইঘাট নিউজ ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়