Tuesday, September 17

যুবককে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ল হাতি (ভিডিও)

নদীর স্রোতে ভেসে যাচ্ছেন এক যুবক। এ দৃশ্য দেখে যুবককে বাঁচাতে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়লেন একটি বাচ্ছা হাতি। একপর্যায়ে শুঁড় দিয়ে আঁকড়ে ধরে নদীর পারে তুলে নিয়ে আসে ওই যুবককে। 

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
সোমবার ইন্ডিয়া টুডে জানায়, স্টান্স গ্রাউন্ডেড নামে পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন মানবাধিকারকর্মী এই ভিডিওটি টুইটারে আপলোড করেন।  
তবে কোথায় এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। টুইটার একাউন্টটির ক্যাপশনে শুধু বলা হয়েছে, একজন মানুষকে বাঁচাতে একটি হাতি যা করে দেখিয়েছে, সেটি অনেক মানুষও করে না।
ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ নদীতে ভেসে যাচ্ছেন। পাশ দিয়ে কয়েকটি হাতি হেঁটে যাচ্ছিল। ওই ব্যক্তিকে দেখে এক বাচ্চা হাতি পানিতে ঝাঁপ দিয়ে দৌড়ে আসে। একপর্যায়ে শুঁড় দিয়ে আঁকড়ে ধরে ওই ব্যক্তিকে পাড়ে তুলে নিয়ে আসে এটি।
যদিও পরবর্তীতে দেখা যায়, ওই তরুণ আসলে নদীতে গোসল করছিলেন। কিন্তু হাতিটি সেটি বুঝতে না পেরে তাকে বাঁচাতে এগিয়ে আসে। হাতির এমন কাণ্ড দেখে  হাসছিলেন ওই ব্যক্তি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়