ক্লোজআপ ওয়ান তারকা সনিয়া সুলতানা লিজা শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার পিত্তথলিতে পাথর হয়েছে। এরপর রোববার তার গলব্লাডার স্টোন অপারেশন করা হয়। এরপর কেবিনে স্থানান্তর করা হয়েছে।
লিজার পারিবারিক সুত্রে জানা গেছে, বর্তমানে
লিজা ভালো আছেন। আরো দুই দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরতে পারবেন।
এছাড়া বাসায় কিছু দিন বিশ্রামে থাকতে হবে।
লিজা ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। এই
প্রতিযোগিতায় লিজা প্রথম হন। এরপর থেকেই গানে ব্যস্ত সময় পার করছেন তিনি।
গানের সব ক্ষেত্রেই সরব এই কণ্ঠশিল্পী। অডিওর পাশাপাশি চমকে ভরা বেশ কিছু
মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন লিজা।
তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০১২
সালে। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। লিজার দ্বিতীয়
অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। এছাড়া মিক্সড এবং ডুয়েট
অ্যালবামসহ বেশ কিছু সিনেমায় প্লে-ব্যাক করেছেন লিজা।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়