নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার গুণগত মানোন্নয়নে কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির আয়োজনে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মামুন রশীদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হাই,শিক্ষানুরাগী সদস্য প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী,অভিভাবক সদস্য মো: তাহির।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস,সিনিয়র শিক্ষক শফিকুল হক,অভিভাবক সদস্য সাইদুর রহমান,এহসান কবির,বেলাল উদ্দিন,ব্যাংকার ছাইদুর রহমান প্রমূখ।
এছাড়াও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়