নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এ কানাইঘাট উপজেলা পর্যায়ে ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজাগঞ্জ ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে বানীগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে সমাপণী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধূরী।
নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ,কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ,অ্যাডভোকেট আলাউদ্দিন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সভাপতি এনামুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেটিড সুপারভাইজার আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাম-কম্পিউটার অপারেটর অসীম দেব পাপ্পু, কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান,খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ইসমাইল হোসেন,হাবিব উল্লাহ,দেলোয়ার হুসেন বাবর,আশরাফ চৌধুরী সহ দায়িত্বশীল অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও ম্যাডেল তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা আগামী সোমবার(১৬সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলা ফুটবল দল সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বালাগঞ্জ ফুটবল দলের মোকাবেলা করবে।
কানাইঘাট নিউজ ডটকম/১৪সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়