আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। যা বিএনপি পারেনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের শোকসভায় যোগ দেবেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির ক্ষমতায় থাকার সময়
নিজেদের ঘর আগলে রেখে লোক দেখানো অভিযান করেছে। আওয়ামী লীগ নিজের ঘর থেকেই
শুদ্ধি অভিযান করে দেখিয়ে দিয়েছে। অন্যায়, অনিয়ম-দুর্নীতি বিরোধী অ্যাকশনের
কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার জনপ্রিয়তা আরো বেড়েছে।
কাদের আরো বলেন, দুর্নীতি ও অনিয়মের
বিরুদ্ধে চলমান অভিযান সারা দেশে ছড়িয়ে যাবে। অন্যায়-অনিয়মে জড়িত কাউকেই
ছাড় দেয়া হবে না। এখনো যারা দুর্নীতি বন্ধ করেনি এ অভিযান তাদের জন্য
সতর্কবার্তা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আবদুর রহমান, ত্রাণ ও
সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ
উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের
সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। সুত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়