Sunday, September 29

ফেসবুক বাদেও বিশ্বে রয়েছে জনপ্রিয় যত সামাজিক যোগাযোগ মাধ্যম

ফিচার ডেস্ক 

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কি চলা যায়! অবসর সময় তো কাটে এতে ঘোরাফেরা করেই! সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া অবধি বিভিন্ন পোস্ট, ছবি, লাইক, কমেন্ট ও শেয়ার এগুলো তো চলছেই। 

তবে আপনি কি ভাবছেন ফেসবুকের কথা বলছি? মোটেই নয়, ফেসবুক বাদেও আরো জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। সেগুলো সম্পর্কে তবে আজ জেনে নিন-
ডিসকর্ড
ডিসকর্ডে ভিডিও চ্যাটিংও করা যায়
ডিসকর্ডে ভিডিও চ্যাটিংও করা যায়
অনলাইনে গেম যারা খেলেন তাদের কাছে জনপ্রিয় এটি। এর মাধ্যমে একজন গেমার আরেকজনের সঙ্গে যোগাযোগ করে থাকে। এতে বন্ধুতালিকা বানানোর সুযোগও রয়েছে। স্ট্যাটিস্টা ডটকমের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ডিসকর্ডের মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ২৫০ মিলিয়ন, অর্থাৎ ২৫ কোটি।
পিন্টারেস্ট
পিন্টারেস্ট
পিন্টারেস্ট
অনেকেই হয়তো পিন্টারেস্টের নাম শুনেছেনভ। বিশ্বব্যাপী এর গ্রাহক সংখ্যা ২৬৫ মিলিয়ন (২৬ কোটি ৫০ লাখ)।
স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাট
কেউ কেউ বলেন, দ্রুত কোনো ইমেজ পাঠাতে এ মাধ্যমটি খুব সহায়ক। এর মোট ব্যবহারকারীর সংখ্যা ২৯৪ মিলিয়ন (২৯ কোটি ৪০ লাখ)৷
সিনা ওয়াইবো
সিনা ওয়াইবো
সিনা ওয়াইবো
এটি একটি চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট। ব্যবহারকারী কিন্তু কম নয় ৪৬৫ মিলিয়ন (৪৬ কোটি ৫০ লাখ)।
রেড্ডিট
রেড্ডিট
রেড্ডিট
রেড্ডিট হলো অ্যামেরিকান সামাজিক যোগাযোগমাধ্যম। যা মূলত বিভিন্ন ধরনের কন্টেন্ট সংরক্ষণ, আদান-প্রদানের জন্য অনেকের কাছেই প্রিয়। এর মধ্য দিয়ে আপনি চালিয়ে যেতে পারেন সামাজিক আলোচনাও। বিশ্বব্যাপী মোট ৩৩০ মিলিয়ন লোক এ মাধ্যমটি ব্যবহার করে।
কিউকিউ
কিউকিউ
কিউকিউ
নামটা বেশ কিউট না? চাইনিজ প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের মালিকানাধীন একটি ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এটি ৷ প্রায় ২০ বছর আগে চালু হওয়া এ মাধ্যমটির সারা বিশ্বে ৮২৩ মিলিয়ন, অর্থাৎ ৮২ কোটি ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে।
শীর্ষে কে?
ফেসবুক
ফেসবুক
উত্তরটি হয়তো সবার জানা। সবার শীর্ষে ফেসবুক।  চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারা বিশ্বে এ মাধ্যমটির মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ২৩৫০ মিলিয়ন, অর্থাৎ ২৩৫ কোটি!
এত জনপ্রিয় ইউটিউব!
ইউটিউব
ইউটিউব
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ইউটিউব। এর মোট ব্যবহারকারী দুই হাজার মিলিয়ন বা দুইশ’ কোটি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়