Thursday, September 19

গুগলের ‘মহাযজ্ঞ’ ১৫ অক্টোবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক  ::

পিক্সেল ৪, পিক্সেল ৪ এক্সএল, পিক্সেলবুক ২, নতুন গুগল হোম স্পিকারসহ বিভিন্ন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে গুগল। এটিকে বলা হচ্ছে ‘হার্ডওয়্যার ইভেন্ট’। ইতোমধ্যে সংবাদমাধ্যমগুলোকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘আসুন ১৫ অক্টোবর গুগলের তৈরি কিছু নতুন পণ্য দেখুন।’

জুন মাসেই পিক্সেল ৪ এর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল অন্যান্য প্রযুক্তির প্রতিষ্ঠানের থেকে কিছুটা ভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেহেতু গ্রাহক জানে পিক্সেল ৪ আসছে, তাই এবার নতুন ডিভাইসটির নকশা এক ঝলক দেখানো সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এরইমধ্যে গুগল নিশ্চিত করেছে যে, পিক্সেল ৪ সুরক্ষিত জন্য সেন্সরগুলোর একটি অ্যারেসহ ফেস আইডি অন্তর্ভুক্ত করবে। এ ছাড়াও এতে থাকবে জেসচার কমাণ্ড, যা প্রতিষ্ঠানের প্রজেক্ট সোলি প্রযুক্তিকে কাজে লাগাবে।
এছাড়া ২০১৭ সালে প্রথম পিক্সেলবুক ল্যাপটপ আনে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানে পিক্সেল ৪ এর পাশাপাশি নতুন সংস্করনের পিক্সেলবুক ল্যাপটপ উন্মোচন করতে পারে গুগল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়