Monday, September 30

সাংবাদিককে চোখ তুলে নেয়ার হুমকি, ২ জনকে বহিষ্কার করল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গত শুক্রবার রাত দেড়টার সময় ‘চোখ তুলে নিব’ বলে রাবি শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হুমকি এবং ঘটনাস্থলে কর্মরত সাংবাদিককে তুই-তোকারি করে অনবরত হুমকি দেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে।
রোববার রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
এর আগে শুক্রবার রাতে সাংবাদিককে হুমকির ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বহিষ্কারের সুপারিশ করে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, বহিষ্কৃতরা হলেন- রাবি শাখা ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাশেম ও উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল হক।

সূত্র: বিডি লাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়