সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল।
এ বিষয়ে বৃহস্পতিবার ডিপিইর মহাপরিচালক ড. এ
এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল
প্রকাশের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা
থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা
পিছিয়ে গেছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ
করা হবে।
নির্দিষ্ট কোনো তারিখ না বলে তিনি বলেন, আগামী সপ্তাহের যে কোনো দিন তা প্রকাশ করা হতে পারে। তবে তা সপ্তাহের প্রথম দিকেই হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব
জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির সব কাজই
শেষ। বিষয়টি প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরের অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে।
শুক্র ও শনিবার ছুটি শেষে আগামী রোববার প্রতিমন্ত্রীর স্বাক্ষর নেয়া সম্ভব
হলে সেদিনই বা তার পরদিন (সোমবার) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়