Thursday, September 19

ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

গাজার পশ্চিম তীরের কালানদিয়া চেক পয়েন্টে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি ওই নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, স্বল্প দূরত্ব থেকে ওই নারীকে প্রকাশ্যে গুলি করছে ইসরায়েলি বাহিনী। 
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাস্তার এক পাশে পড়ে ছিল ওই নারী। জেরুজালেম হাসপাতালে নেয়ার পূর্বে দীর্ঘ সময় ধরে তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফিলিস্তিনি নারী ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। এক টুইটবার্তায় একই কথা বলেছেন দেশটির পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড। তিনি বলেন, গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কালানদিয়ায় এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়