Thursday, September 26

নোংরা স্থানে অসুস্থ গরু জবাই, দুই কসাইয়ের জেল

টাঙ্গাইলের কালিহাতীতে নোংরা স্থানে অসুস্থ গরু জবাইয়ের দায়ে দুই কসাইকে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান। 
দণ্ডিতরা হলেন- উপজেলার বল্লা মধ্যপাড়ার মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই পাড়ার এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নির সড়কের মাঝখানে একটি নোংরা স্থানে অসুস্থ গরু জবাই করা হয়। পরে জবাই করা গরুটির গোশত করটিয়া বাজারে নেয়ার সময় স্থানীয়রা প্রশাসনকে জানান। এতে প্রশাসন অভিযান চালিয়ে জবাই করা অসুস্থ গরুর গোশতসহ দুই কসাইকে আটক করে। পরে অভিযোগের দায় স্বীকার করায় তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়