Wednesday, September 25

কানাইঘাটে মীনা দিবস উপলক্ষে চিত্রাঙ্গণ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
সারা   দেশের   ন্যায়   উপজেলা   পর্যায়ে   মীনা   দিবস   উপলক্ষে   কানাইঘাটে   চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে পৌরসভার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন   উপজেলা   প্রাথমিক   শিক্ষা   কর্মকর্তা   স্বপন   কুমার   দাস,   একাডেমী সুপারভাইজার মোঃ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর,কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান   শিক্ষিকা   হালিমা   বেগম,   ডালাইচর   সরকারি   প্রাথমিক   বিদ্যালয়ের সহকারী   শিক্ষক   বুলবুল   আহমদ।  

চিত্রাঙ্গণ   প্রতিযোগিতা   শেষে   বিজয়ীদের   হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁন।

কানাইঘাট নিউজ ডটকম/ ২৫ সেপ্টেম্বর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়