নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট সুরমা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে বেশ কয়েকজন যাত্রী অাহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে কানাইঘাট পূর্ব বাজার সুরমা নদীর নৌকা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা মুলাগুলে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘাট থেকে নৌকাটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর সুরমা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। নৌকাতে অনেক নারী ও শিশু থাকায় নদীতে তারা শোর চিৎকার করতে থাকলে অন্যান্য যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকার মাঝি ও স্থানীয়রা তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
কয়েকজন আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
মুলাগুল এলাকা সহ স্থানীয়রা জানিয়েছেন, অনেক সময় কানাইঘাট বাজার সুরমা নদীর ঘাট থেকে যাত্রীবাহী নৌকার মালিকরা অতিরিক্ত লোকজনকে বহন করে নৌকা ছাড়েন, যার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়