নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির উদ্যােগে এক প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার(২০ সেপ্টেম্বর) ডি.সি.পি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাদশ বনাম কানাইঘাট বহুমুখী একাদশের মধ্যকার খেলা শুরু থেকেই ছিল উত্তেজনায় পরিপূর্ণ।
তবে এ ফুটবল ম্যাচের ফলাফল দাঁড়ালো দুই দলের একটি করে গোলে। উত্তেজনার পারদ ছিল খেলার শেষ সময় পর্যন্ত টানটান।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাদশ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস করার পর দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে গোল করে কানাইঘাট বহুমুখী একাদশ খেলা সমতায় আনে ।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাদশে বিদেশী খেলোয়াড় থাকায় কানাইঘাট টিমের জালে একের পর এক আক্রমণ করলে গোল রক্ষক বাবরের অসাধারণ নৈপুণ্যতায় তা ন্যাসাৎ হয়ে যায়।
খেলার শেষার্ধে উভয় দল গোল করার জন্য মরিয়া হয়ে উঠেন। শেষমেশ কোন দল গোল করতে না পারায় খেলাটি ১-১ গোলে ড্র হওয়ার মধ্য দিয়ে শেষ হয়।
খেলা শুরুর পূর্বে কানাইঘাট বহুমুখী একাদশের পক্ষে বক্তব্য রাখেন, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেজর।
কানাইঘাট নিউজ ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়