Monday, September 23

কানাইঘাটে বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ সোমবার বিএনপি ও যুবদলের ২ নেতাকে গ্রেফতার করেছে।

সোমবার বিকেল ৩টার দিকে কানাইঘাট বাজার থেকে পুলিশ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম ও সন্ধ্যার দিকে সুরইঘাট বাজার এলাকা থেকে সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নিজাম উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে সোমবার দিনভর থানা পুলিশকে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। 

দু'নেতা কর্মী পুলিশের হাতে আটক হওয়ার খবর শুনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। 

থানা পুলিশ যুবদল নেতা ফখরুল ইসলাম ও বিএনপি নেতা নিজাম উদ্দিনের আটকের বিষয়টি স্বীকার করে বলে, তারা পুলিশ হেফাজতে রয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/২৩ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়