বাংলাদেশ আফগানিস্তান প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৮৮.১ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করে সফরকারীরা। দ্বিতীয় ও শেষ দিনে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে আফগানরা।
সোমবার দ্বিতীয় দিনের শুরুতেই ১৩ রানে নুরুল
হাসানের বলে আউট হন আফগান অলরাউন্ডার রশিদ খান। এরপর অষ্টম উইকেটে আফসার
জাজাই ও কাইস আহমেদ ৩২ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
শেষের দিকে জাজাই ২৫ ও কাইস ২৩ রানে অপরাজিত ছিলেন। বিসিবি একাদশের হয়ে আল আমিন ৪টি ও সুমন নেন ৩টি উইকেট।
এরই মধ্যে বিসিবি একাদশ মাঠে নেমেছে। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে স্বাগতিকরা। দুই ওপেনার সাব্বির হোসেন ২০ বলে ৪ ও এনামুল হক বিজয় ২৩ বলে ৬ রানে ব্যাট করছেন।
এরই মধ্যে বিসিবি একাদশ মাঠে নেমেছে। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে স্বাগতিকরা। দুই ওপেনার সাব্বির হোসেন ২০ বলে ৪ ও এনামুল হক বিজয় ২৩ বলে ৬ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান ১ম ইনিংস : ২৮৯/৯ ডিক্লে; (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।
আফগানিস্তান ১ম ইনিংস : ২৮৯/৯ ডিক্লে; (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়