Saturday, September 21

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের আলতাফের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের আলতাফ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় আলতাফের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় আশপাশের বাতাস ভারী হয়ে উঠে। তাকে একনজর দেখতে ভিড় জমান এলাকার লোকজন। পরে বেলা ২টায় স্থানীয় ঝিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নিহত আলতাফ কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের মৃত তরিকত উল্লাহর একমাত্র ছেলে। গত ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের সার্জা এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন আলতাফ।
কানাইঘাট নিউজ ডটকম/২১সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়