Friday, September 13

মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের ধীরাশ্রমে মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুনের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে গাজীপুরের ডিসি তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে মিনিস্টার ফ্রিজ তৈরির কারাখানায় আগুন লাগলে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালায়। পরে অবস্থা বেগতিক দেখে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের আরো ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এসব ইউনিট ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়