Thursday, September 26

‘রোহিঙ্গা ক্যাম্পে হবে কাঁটাতারের বেড়া’

সন্ত্রাসীদের আনাগোনা বন্ধে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া  হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা গেছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তারা বিভিন্ন মাদকদ্রব্য পাচার ও খুন করছে। এছাড়া আওয়ামী লীগের এক নেতাকেও হত্যা করা হয়েছে। এজন্য তাদের নজরদারিতে রাখতে ক্যাম্পে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে নির্দেশনা দিয়ে গেছেন, দ্রুত ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দিতে।
তিনি আরো বলেন, তারা এখানে কতদিন থাকবে তার কোনো সময়সীমা আমরা পাচ্ছি না। তারা যেন আমাদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য এ উদ্যোগ নিতে চাই। প্রথম অবস্থায় তিনটি বড় বড় ক্যাম্পের চারদিকে কাটাতাঁরের ব্যবস্থা করা হবে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়