আফগানিস্তানে একটি হাসপাতালের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন অন্তত আরো ৯৫ জন।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে’র রাজধানী কালাতে এই
গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে
জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা ভেস্তে যাবার পর থেকে প্রতিদিনই ভয়াবহ সব হামলা চালাচ্ছে তালেবানরা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, তালেবানরা
সরকারি গোয়েন্দা সংস্থা ‘এনডিএস (ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি)’ -এর
একটি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছিলো। কিন্তু বিস্ফোরক
ভর্তি ট্রাকটি কেন্দ্রটি থেকে খানিকটা দূরে থাকতেই একটি হাসপাতালের কাছে
বিস্ফোরিত হয়।
কালাত প্রদেশের কাউন্সিল সদস্য হাজি আতা জান হকবয়ান জানিয়েছেন,
বিস্ফোরণস্থল থেকে এখন পর্যন্ত ৩০ জনকে মৃত ও অন্তত ৯৫ জনকে আহত
অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরণের ফলে ধ্বংসস্তুপের নিচে চাপা
পড়াদের উদ্ধারে এখনও কাজ চলছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়