Tuesday, September 3

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাধা দিলে অ্যাকশন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে। 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়া অব্যাহত আছে। এবিষয়ে কাজ চলছে। তবে তারা যেন ফিরে না যায় এ চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ব্যবস্থা করা হয়েছে। তবে তারা যদি যেতে না চায় তাহলে জোর করে পাঠানো হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়