বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনের সভাপতি পদে নির্বাচন করবেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। এখনো সমিতির নতুন মেয়াদের নির্বাচনের তফষিল ঘোষণা হয়নি, এর আগেই নির্বাচনে প্রার্থী হবার বিষয়টি ঘোষণা দিলেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে
এবারই প্রথম একজন নারী সভাপতি প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে মৌসুমী বলেন, সবার
অনুরোধেই প্রার্থী হতে যাচ্ছি। আমারও আগ্রহ ছিল। এই জায়গাটাতে এসে
চলচ্চিত্র, চলচ্চিত্রশিল্পীদের জন্য নতুন কিছু করতে চাই।
তিনি আরো বলেন, আজ রাজ্জাক আঙ্কেল নেই। গভীর
শ্রদ্ধায় স্মরণ করছি তাকে। এ ছাড়া ফারুক ভাই, সোহেল রানা ভাই, আলমগীর ভাই,
উজ্জ্বল ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই, কবরী আপা, সুচন্দা আপা, ববিতা আপা,
রোজিনা আপা, চম্পা আপাসহ জ্যেষ্ঠ গুণী শিল্পীদের কাছে যাব। তাদের দোয়া
নিয়েই মাঠে নামব।
এদিকে পুরো প্যানেলের বিষয়ে এখনই কিছু বলতে
চাননি মৌসুমী। তিনি বলেন, জ্যেষ্ঠ শিল্পীরাসহ বর্তমান সব তারকা শিল্পীকে
নিয়ে বসে আলোচনার ভিত্তিতে সাধারণ সম্পাদকসহ একটা ভালো প্যানেল দিতে চাই
আমরা। তফসিল ঘোষণা হলেই তা জানা যাবে।
প্রসঙ্গত, চলতি কমিটির কার্যনির্বাহী কমিটির
সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ২০১৭
সালের ৩ জুলাই তিনি পদত্যাগ করেন।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়