নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পুরাতন থানা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি, পানি উন্নয়ন বোর্ড কানাইঘাট অফিসের অবসরপ্রাপ্ত গেজ অফিসার সমাজসেবী মোহাম্মদ মাহমুদ পাঠোয়ারী জানাজার নামাজ, শনিবার বাদ যোহর পুরাতন থানা জামে মসজিদে সম্পন্ন করা হয়েছে।
জানাজায় সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন।
পরে তার লাশ থানা গুরুস্তানে দাফন করা হয়।
জানা যায়, কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত আলহাজ্ব আম্বর আলী তহশীলদারের বড় পুত্র মোহাম্মদ মাহমুদ পাঠোয়ারী (৭১) ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ীতে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন পেশার লোকজন তার বাড়ীতে ছুটে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।
মাহমুদ পাঠোয়ারীর ছোট ভাই কানাইঘাট সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক নুরুল ইসলাম নুরু জানিয়েছেন, তার ভাই দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও খেদমতের পাশাপাশি পুরাতন থানা জামে মসজিদ কমিটির ৪০ বছর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পানি উন্নয়ন বোর্ডের একজন অবসর প্রাপ্ত গেজ কর্মকর্তা ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়