নিজস্ব প্রতিবেদক:
জৈন্তাপুর মডেল থানা থেকে কানাইঘাট সার্কেল অফিস কানাইঘাটের পুরাতন থানায় স্থানান্তর আগামী অক্টোবর মাসে করা হচ্ছে।
ইতিমধ্যে কানাইঘাট পুরাতন থানায় পুলিশ সার্কেল অফিসের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
জানা যায়, সিলেট জেলা পুলিশের অধীনস্থ কানাইঘাট সার্কেল অফিস যাত্রার পর থেকে এ অফিসের কার্যক্রম একজন সিনিয়র এএসপির মাধ্যমে জৈন্তাপুর মডেল থানা থেকে পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ)আসনের সংসদ সদস্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার জৈন্তাপুর থানা থেকে কানাইঘাটে সার্কেল অফিস স্থানান্তর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি ডিও লেটার প্রদান করেন।
ডিও লেটার প্রেরণের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কানাইঘাট পুরাতন থানায় সার্কেল অফিস স্থানান্তর নির্দেশনা সহ অফিসের সংস্কারের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়।
জানা গেছে,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেটে যোগদান করার পর পুলিশের সেবার পরিধি বৃদ্ধি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনাক্রমে কানাইঘাট পুরাতন থানায়, কানাইঘাট সার্কেল অফিস স্থানান্তরের উদ্যোগ নেন।
সম্প্রতি তিনি পুরাতন থানা ও সার্কেল অফিসের জায়গা পরিদর্শনও করেন।
এদিকে শনিবার বিকেল আড়াইটায় কানাইঘাট সার্কেল অফিসের সংস্কার কাজ সহ পুরাতন থানা দেখতে যান সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ মজুমদারের উন্নয়ন মূলক কর্মকান্ড তদারকির দায়িত্বে থাকা সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
এ সময় সেখানে কাজের তদারকির দায়িত্বে থাকা কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ছাড়াও উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,ক্রীড়া সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আশিক উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়