Saturday, September 14

কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ (ইউ.এ.ই)'র আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের নিজাম উদ্দিনের উন্নত চিকিৎসা ও দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলতাফ উদ্দিনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে কানাইঘাটে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ(ইউ.এ.ই)।

শনিবার সন্ধ্যায় তিনচটি গ্রামের নিজাম উদ্দিন ও সড়ক দুর্ঘটনায় নিহত পাত্রমাটি গ্রামের আলতাফ উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে এ অনুদান প্রদান করা হয়। 

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জুনেইদ আহমদ,সহ-সভাপতি মতিউর রহমান,ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড'র সিলেট সার্ভিস সেন্টারের ইন-চার্জ আজহার উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহেদ হোসেন রাহীন,পরিষদের সদস্য জিয়াউর রহমান,শহীদ উল্লাহ প্রমূখ।

কানাইঘাট নিউজ ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়