Wednesday, September 4

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার রাতে তিনি ঢাকায় পৌঁছেন। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল।
মঙ্গলবার তেহরান ত্যাগের আগে জারিফ সাংবাদিকদের বলেছেন, ঢাকা সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া সফরে যাবেন জারিফ। ইন্দোনেশিয়া সফরে গিয়ে জাকার্তা-তেহরান সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়