Monday, September 23

কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সৌদি শাখার আহবায়ক কমিটি গঠন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সৌদি আরব শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। 

গত ১৯ সেপ্টেম্বর রাত ৯টায় স্থানীয় একটি হোটেলে মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে জাবেদ মুন্না ও ময়নুল হাসান রুবেল এর যৌথ পরিচালনায় কমিটি গঠন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সংগঠক ওয়েস আহমদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান,মাষ্টার আব্দুল বাছিত মতিউর রহমান , সুলতান মেম্বার সিরাজ আহমদ, মুহিবুর রহমান মসরু আহমদ , লুৎফর রহমান মোহাম্মদ আব্দুল্লাহ ফখর উদ্দিন আলী হোসেন চৌধুরী প্রমূখ। 

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ওয়েস আহমদকে আহবায়ক ,মতিউর রহমানকে যুগ্ম আহবায়ক এবং এরশাদ আহমেদকে সদস্য সচিব করেউপজেলার নয়টি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি নেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়