নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুরধ ১৭) প্রথম দিনের খেলায় ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন কে হারিয়ে-দিঘীরপাড় ইউনিয়ন, কানাইঘাট সদর কে হারিয়ে-দক্ষিন বানীগ্রাম এবং আজ বৃহস্পতিবার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন কে হারিয়ে- রাজাগঞ্জ, কানাইঘাট পৌরসভা কে হারিয়ে- সাতবাঁক ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন কে হারিয়ে-বড়চতুল ইউনিয়ন ফুটবল দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
টুনার্মেন্টের মিডিয়া কাবারেজ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কানাইঘাট প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন কে আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নূর, টুর্নামেন্টের ধারাভাষ্যকার আমিনুল ইসলাম, শাহীন আহমদ ও মুমিন রশিদ কে সদস্য করা হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৯
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়