ফেসবুকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামে অর্ধশতাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। তাই নিজের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে জিডি করেছেন জয়।
জানা গেছে, চলতি মাসের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতির (ভারপ্রাপ্ত)
দায়িত্ব পাওয়ার পর তার নামে ফেসবুকে এসব ভুয়া অ্যাকাউন্টগুলো খোলা হয়।
পরে নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি উল্লেখ করে ওই সব ভুয়া আইডিগুলোর
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শনিবার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার শাহবাগ
থানায় তিনি জিডি করেন।
লিখিত অভিযোগে জয় বলেন, ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হওয়ার পর থেকে
আমার নামে প্রায় ৪০টিরও অধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এ কারণে আমি
নিরাপত্তাহীনতায় ভুগছি। কেননা, এই অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন ধরনের
অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আমি নিজেকে অনিরাপদ মনে করছি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়