Monday, September 2

গোয়াইনঘাটে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক পলাতক আসামীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার মিত্রীমহল এমডিসি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজর আলী (৩২) কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালে পাড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের প্রায় ২১টি মামলা রয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ মিত্রীমহল এমডিসি ব্রিক ফিল্ড এলাকায় ফজর আলীকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। তখন র‌্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ফজর আলীর মৃত্যু হয়।
গোয়াইনঘাটে রোববার গভীর রাতে তাদের আস্তানায় অভিযান চালায় র‍্যাব ৯।

বর্তমানে তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
সূত্র: সিলেট ভিউ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়