Sunday, September 29

‘সব নেতাদের অবৈধ সম্পদের তথ্য প্রকাশ করা হবে’

বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক সব নেতাদের অবৈধ সম্পদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডার পাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান ও অতীতে ক্ষমতায় থাকার সময় নেতারা যে অবৈধ সম্পদ অর্জন করেছেন তা জনগণের সামনে তুলে ধারা হবে। ক্ষমতায় থাকাকালে কোন দলের কে কত টাকার মালিক হয়েছেন প্রত্যেকের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় এ ব্যাপারে বলার অথরিটি স্বরাষ্ট্রমন্ত্রী। 
নিরাপদ সড়ক পরিবহন আইন বিষয়ে তিনি বলেন, নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি, এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে ছিলো। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এটি নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়