পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হককেই আগামী তিন বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।
একই সঙ্গে শুধু প্রধান কোচ হিসেবেই নয়,
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবেও কাজ করবেন তিনি । তার
সঙ্গী হিসেবে রাখা হয়েছে ওয়াকার ইউনিসকে। যিনি পালন করবেন বোলিং কোচের
দায়িত্ব।
এর আগেও দুই দফায় মিসবাহ-ওয়াকার জুটির
একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। হেড কোচ নিয়োগের জন্য ইনতিখাব আলম, বাজিদ
খান, আসাদ আলি খান, ওয়াসিম এবং জাকির খানকে নিয়ে গড়া ৫ সদস্যের কমিটির
সকলের ভোটই পেয়েছেন মিসবাহ। এ কমিটির সুপারিশেই ওয়াকার ইউনিসকে বোলিং কোচ
হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
পাকিস্তানের নতুন হেড কোচ মিসবাহর অধীনে
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও
টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। কোচ হিসেবে মিসবাহ-ওয়াকারের এটাই প্রথম
অ্যাসাইনমেন্ট।
দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে মিসবাহ বলেন, ‘পাকিস্তানের
কোচের মতো সম্মানিত জায়গায় নিজের নাম দেখতে পারা সত্যিই আনন্দের। নিজেকে
ভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য অনেক সম্মানের এবং একই সঙ্গে বড় একটি
দায়িত্ব। কারণ আমরা ক্রিকেটে বাঁচি, ক্রিকেটেই নিঃশ্বাস নেই।’
তিনি আরও বলেন, ‘আমি জানি প্রত্যাশা
অনেক বেশি থাকবে। তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত এবং যথাযথ পরিকল্পনা
নিয়েই এগুতে যাই। আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি তাদের
অনুশীলনে সাহায্য করবো যাতে করে তারা বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে।
আমি জানি যে ড্রেসিংরুমের পরিবেশেও কিছু পরিবর্তন আনতে হবে। একইসঙ্গে
ধারাবাহিকতার বিষয়েও নজর রাখবো।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়