কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুই শিশু রয়েছেন।
বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং
ইউপির পূর্ব রত্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের প্রবীণ
বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া, ছেলে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া, রোকেন
বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া ও সনি বড়ুয়া।
রত্নাপালং ইউপির সদস্য মোক্তার আহমদ
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির সিঁড়ির ঘর দিয়ে প্রবেশ করে এ
হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত
তা এখনো জানা যায়নি।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, খবর পেয়ে
ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়