আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর
উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বৃক্ষরোপণ শেষে লেখক ভট্টাচার্য বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ
রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তার জন্মদিন
উপলক্ষে সারাদেশে ছাত্রলীগের প্রতিটি ইউনিটেই এ বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া
হয়েছে।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক
সম্পাদক শামীম পারভেজ ডেইলি বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন
উপলক্ষে আজ সারাদেশেই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ জন্য আগে থেকেই
জেলা-উপজেলাসহ ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন আরো এক ধাপ এগিয়ে যাবে।
সুত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়