Sunday, August 18

কানাইঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত


অামিনুল ইসলাম: 

কানাইঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা দুটি’র ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়।
এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে নিজচাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে কে এ শিকদার প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে একই ভ্যানুতে বেলা ২টায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ টুর্ণামেন্টের বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয় বিকাল ৩ টায়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দিঘীরপাড় ইউপি’র চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর, মাষ্টার হারুন রশিদ, আজির উদ্দিন সহ বিপুল সংখ্যক শিক্ষক নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৮ অাগস্ট ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়