সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে তিন মেয়রকে সাময়িক বরখাস্ত করেছে তুরস্কের তায়েপ এরদোয়ান সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে,
দিয়ারাবকির, মার্ডিন এবং ভ্যান প্রদেশের মেয়র আদনান সেলকুক মিজ্রাকলি,
আহমেট তুর্ক এবং বেদিয়া ওজগোকেস এরতানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খবর
আনাদলু এজেন্সির।
খবরে বলা হয়েছে, দেশটির
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারাবকির, মার্ডিন এবং পূর্ব ভ্যান প্রদেশের মেয়র
আদনান সেলকুক মির্জাকলি, আহমেট তুর্ক এবং বেদিয়া ওজগোকেস এরতানকে
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এই তিন মেয়র তুরস্কের বিরোধী দল
পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্য।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদী সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ততা ও গুজব ছড়ানোর কারণে ওই মেয়রদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়