আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়া জাপান সাগরে ফের জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া। গত দু’সপ্তাহের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, তাদের ধারনা উৎক্ষেপন করা
ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়ে থাকতে পারে।
- খবর বিবিসি
ক্ষেপণাস্ত্র দু’টি উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের হ্যামহাং
শহর থেকে কোরিয় উপদ্বীপের পূর্বে অবস্থিত জাপান সাগরে উৎক্ষেপণ করা হয় বলে
তারা জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিটে প্রথমটি ও ৫টা ৫০ মিনিটে
দ্বিতীয়টি ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র দু’টি ভূমি থেকে ৪৮ কিলোমিটার উচ্চতায়
ম্যাক ৬ দশমিক ১ গতিতে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পথ পাড়ি দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম
জং উনের কাছ থেকে খুব সুন্দর একটি চিঠি পেয়েছেন বলে জানানোর পরই উত্তর
কোরিয়া এ জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়