Saturday, August 3

সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাহির চৌধুরী



কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম হজ্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ যুক্তরাজ্যে যাওয়ায় তাদের অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল কাহির চৌধুরী ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
আব্দুল কাহির চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল সিলেট জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সাথে সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংগঠনিক কাজে তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সূত্র: সিলেট টুডে 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়