স্পোর্টস ডেস্ক
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পেল না এবার ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা নরিচ সিটি। শুক্রবার রাতে ৪-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে
যায় গতবারের রানার্সআপরা। বাঁ দিক থেকে দিভোক অরিগির ক্রসে বল বিপদমুক্ত
করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন গ্র্যান্ট হ্যানলি। ১৯তম মিনিটে ব্যবধান
দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর জটলা থেকে রবের্তো ফিরমিনোর
বাড়ানো বলে কোনাকুনি শটে গোলের খাতা খোলেন মোহামেদ সালাহ।
২৮তম মিনিটে হেডে স্কোর ৩-০ করেন ভার্জিল ভন
ডাইক। ২৮তম মিনিটে মিশরের ফরোয়ার্ড সালাহর কর্নার থেকে বল সরাসরি গিয়েছিল
অরক্ষিত অবস্থায় থাকা দীর্ঘদেহী এই ডাচ ডিফেন্ডারের মাথায়।
বিরতির আগে ব্যবধান আরো বাড়িয়ে ফেলে
অল-রেডরা। ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নিখুঁতভাবে উঁচু
করে বাড়ানো বল হেডে জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড অরিগি। ৬৪তম মিনিটে
অফসাইডের ফাঁদ এড়িয়ে নিচু কোনাকুনি শটে ব্যবধান কমান ফিনিশ স্ট্রাইকার তেমু
পুক্কি।
এ নিয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত রইল লিভারপুল।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়