Friday, August 2

রাজশাহীতে খুঁটিতেই ঝুলছে বিদ্যুৎ-কর্মীর লাশ

রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিয়াজ উদ্দিন ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় পল্লী বিদ্যুত সমিতির মাস্টাররোল কর্মচারী ছিলেন।
বাগামারা পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম রেজাউল করিম বলেন, সকালে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপরেই রিয়াজ মারা যান। তার লাশ সেখানেই ঝুলছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।তিনি আরো বলেন, রিয়াজ ছুটিতে ছিলেন। ছুটিতে থাকার সময় কাজে গেলেন কেন তা জানা নেই।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়