আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ ডটকম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে দুই পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে বলে থাই পুলিশের বারত দিয়ে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে।
শহরটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমুহের জোট আসিয়ান- এর গুরুত্বপূর্ণ
এক সম্মেলন চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। সম্মেলন উপলক্ষ্যে আসিয়ান
ভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে অবস্থান করছেন। এছাড়া
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত রয়েছেন এ
সম্মেলনে।
তবে বিস্ফোরণের ঘটনায় সম্মেলনের আয়োজনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ব্যাংককের সুয়ান লুয়াং এলাকায় মেট্রো
রেলের দুটি স্টেশনের কাছে তিনটি বিস্ফোরণ ঘটে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে
বলা হয়েছে।
এর কিছু সময় পরই শহরের উত্তরাংশে চেয়াং ওয়াটানার সরকারি কমপ্লেক্সের
সামনে আরো ৩টি বিস্ফোরণ ঘটে। এছাড়া, বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাহনীর
অভিযানে আরো একটি অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সুয়ান লুয়াং এলাকায় হাতবোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
সেখানেই রাস্তা পরিষ্কারের কাজে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
সেখানেই রাস্তা পরিষ্কারের কাজে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
ব্যাংককের ৭৭ তলা কিং পাওয়ার মহানাকন কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ঘটনায় এক নিরাপত্তাকর্মী ও এক পথচারী আহত হয়েছেন।
এই ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী
প্রায়ুত চান-ও-চা। এছড়া তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়