Monday, August 5

কানাইঘাট জয়ফৌদ সুরমা ডাইকের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় গরু মহিষ।

বর্ষা-মৌসুমে এসব গরু মহিষের কারইে এলাকার গ্রামীণ রাস্তাঘাট প্রায় বিলীনের পথে। বিশেষ করে দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের জয়ফৌদ গ্রামের সুরমা ডাইকের কয়েক কিলোমিটার এলাকা বেহাল দশায় পরিণত হয়েছে। 

ঝাঁকে ঝাঁকে ভারতীয় গরু-মহিষের যাতায়াতের কারণে সুরমা ডাইকের কাচা রাস্তার অধিকাংশ এলাকা ভেঙ্গে গিয়ে নদী গর্ভে বিলীণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সোমবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটি মানুষ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এতে এ এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এ সময় এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, স্থানীয় কিছু লোকজন ভারতীয় গরু-মহিষ ব্যবসার সাথে জড়িত থাকায় তারা সুরমা ডাইক দিয়ে ভারত থেকে নিয়ে আসা এসব গরু মহিষে বাঁধা দিতে পারছেন না। 

বিশেষ করে জয়ফৌদ গ্রামের শরীফ উদ্দিন ও তার পুত্র মারুফ আহমদ, মুজিবুর সহ বেশ কয়েকজন চোরাকারবারী সুরমা ডাইকের এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গরু-মহিষ ভারত থেকে নিয়ে আসছেন। 

এ ব্যাপারে শরিফ উদ্দিন ও তার পুত্রদের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। 

কানাইঘাট নিউজ ডটকম/৫আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়