নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ
নেতা পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ঈদ-উল-আযহা কে সামনে
রেখে হতদরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
প্রাঙ্গণে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ
পলাশ।
ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম চৌধুরীর
পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার নবাগত
অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, এনটিভির সিলেট ব্যুরো চীফ এ্যাডঃ মইনুল
হক বুলবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, এ্যাডঃ মোঃ মাহবুবু
হোসাইন, খাদ্য সামগ্রী বিতরণকারী ইউপি সদস্য তমিজ উদ্দিন।
এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রায় ৪’শ পরিবারের
মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মোস্তাক আহমদ পলাশ, ওসি শামসুদ্দোহা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে
দিতে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে সমাজ হিতৈষী
ব্যক্তিবর্গকে এগিয়ে আসা উচিত।
সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। ঈদ কে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
কানাইঘাট নিউজ ডটকম/৮আগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়