Thursday, August 8

ঈদের পাঁচফোড়ন-এ থাকছে যেসব ‘উপাদান’

প্রতিবারের মতো এবারো কোরবানী ঈদ উপলক্ষে বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটি একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এর উপস্থাপনা সাজানো হয়েছে। এবারের পাঁচফোড়নে কোরবানীর ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব প্রতিবেদন। এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম।
ঈদের পাঁচফোড়ন-এ গান থাকছে তিনটি। একটি গান গেয়েছেন বাউল শিল্পী শফি মন্ডল। গানটি লিখেছেন এবং সুর করেছেন তিনি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। গানটি ঢাকার অদূরে একটি মনোরম জায়গায় শুটিং করা হয়েছে। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর করেছেন রবি চৌধুরী।
মীর সাব্বির ও সাজু খাদেম
মীর সাব্বির ও সাজু খাদেম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেবারুপাড়া গ্রামের জমিলা বেগমের ব্যতিক্রমী পেশার উপর রয়েছে একটি ভিন্নধর্মী প্রতিবেদন। কারণ নারী হয়েও জমিলা বেগম কাজ করছেন ‘কসাই’ হিসেবে। এছাড়া এবারের কোরবানি ঈদের কয়েকটি আলোচিত ‘তারকা’ গরুর উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। যেমন টাইটানিক, বস, মেসি, ভাগ্যরাজ, সিনবাদ ইত্যাদি। রয়েছে নৌকার হাটের উপর একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন।
পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারো কোরবানী ঈদ ও অন্যান্য বিষয়ের উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-সোলায়মান খোকা, কে এস ফিরোজ, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, রোজী সিদ্দিকী, দিপা খন্দকার, বিলু বড়ুয়া, জাহিদ চৌধুরী, কামাল বায়েজিদ, তারিক স্বপন, জামিল হোসেন, মুকুল সিরাজ, সাজ্জাদ সাজু, মনজুর আলম, মতিউর রহমান, সজল, সুর্বনা মজুমদার, নিসা, নজরুল ইসলাম, ইরাসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।
 সৌজন্য: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়